লোক নাট্যদল স্বর্ণপদক পেলেন সৈয়দ দুলাল

লোক নাট্যদল স্বর্ণপদক পেলেন সৈয়দ দুলাল


মঞ্চনাটক ও নাট্য আন্দোলনে বিশেষ আবদানের জন্য বাংলাদেশের অন্যতম নাট্যদল লোক নাট্যদল প্রবর্তীত লোক নাট্যদল স্বর্ণপদক ২০২১ পেছেন বরিশালেন নাট্য দল শব্দাবলী গ্রুপ থিয়েটারের কর্ণধান নাট্যজন সৈয়দ দুলাল। একই সঙ্গে দেশের আরো ৫ গুণি নাট্যজনকে এবছর এই পদক প্রদানের ঘোষণা করা হয়েছে।

গতকাল ৬ জুলাই লোক নাট্যদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক ভার্চুয়াল অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও লোক নাট্যদলের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নাসরীণ আহমাদ প্রধান অতিথি হিসেবে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

এবছরের পদকপ্রাপ্ত গুণিজনেরা হলেন প্রয়াত এস এম মহসীন, ড. ইনামুল হক, শাহাদাৎ হোসেন খান হীলু, সৈয়দ দুলাল, আরহাম আলো ও কংকন দাস। 
লোক নাট্যদলের ফেসবুক পেজে (ভধপবনড়ড়শ.পড়স/ষহফনফ) ৬ জুলাই রাত ৯টায় সরাসরি সম্প্রচারকৃত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের অধিকর্তা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি লিয়াকত আলী লাকী। পদকপ্রাপ্ত গুণিজনদের মধ্যে ড. ইনামুল হক, শাহাদাৎ হোসেন খান হীলু, সৈয়দ দুলাল ও কংকন দাস অনুষ্ঠানে যুক্ত হয়ে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের সদস্য মাসউদ সুমন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন দলের অপর সদস্য রুবেল শঙ্কর।

লোক নাট্যদলের প্রতিষ্ঠাতা ও অধিকর্তা লিয়াকত আলী লাকী বলেন- নদীর জলেই সমৃদ্ধ সমুদ্র, তেমনি আজকের বাংলাদেশের নাটক সমৃদ্ধ হয়েছে অতীতের বিভিন্ন পথচলায়। বিভিন্ন সময় বিভিন্নভাবে পথ চলতে চলতে যাঁরা নাট্যজগৎকে প্রাণ দান করেছেন তাঁরা ‘লোক নাট্যদল’-এর কাছে নমস্য। লোক নাট্যদল তাদের কর্মীদের শেখায় প্রকৃত নাট্যকর্মী হওয়ার তত্ত্বকথা। নাটকের প্রতি কমিটমেন্ট, সততা, একাগ্রতা নিয়ে এ দলের প্রতিটি কর্মী বেড়ে ওঠে ক্রমশঃ। সঙ্গত কারণেই এ দল অকুন্ঠ চিত্তে শ্রদ্ধা প্রদর্শন করে অপরাপর সৎ, আত্মনিবেদিত, একনিষ্ঠ নাট্যকর্মীদের। এই শ্রদ্ধা প্রদর্শনের প্রক্রিয়া হিসেবে ১৯৯১ সাল থেকে লোক নাট্যদল প্রবর্তন করেছে-  ‘লোক নাট্যদল স্বর্ণপদক’। শিল্প ও শিল্পীতে শ্রদ্ধা রেখে স্বচ্ছ মানুষের সন্ধানে লোক নাট্যদলের পদচারণা, এই ধারাবাহিকতায়, এবারো বাংলাদেশের নাট্য আন্দোলনে অনন্য ভূমিকা পালনের জন্য ৬ জন গুণী ব্যক্তিত্বকে ‘লোক নাট্যদল স্বর্ণপদক ২০২১’ মানোনীত করা হয়েছে। বিশ্বব্যাপী চলমান অতিমারীর কারণে ভার্চুয়াল অনুষ্ঠানে পদকপ্রাাপ্ত গুণীজনদের নাম ঘোষণা করা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে স্বর্ণপদক ও সম্মাননা স্মারক তুলে দেয়া হবে। এর আগে ১৯৯২ সালে বরিশালের অপর নাট্যজন প্রয়াত মিন্টু বসুকে এই পদকে সম্মানিত করেছিলো লোক নাট্যদল।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৬ই জুলাই ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী’র নেতৃত্বে নাট্যপ্রেমী কিছু তরুণের হাত ধরে দেশের সংস্কৃতি অঙ্গনে যাত্রা শুরু করে লোক নাট্যদল। নিরলস স্পৃহা নিয়ে সৃষ্টির অদম্য আকাঙ্খায় প্রতিষ্ঠিত লোক নাট্যদলের মূল লক্ষ্য আধুনিক নাট্যমনষ্ক দর্শকদের উপযোগী করে বাংলার ঐতিহ্যবাহী নাট্যকর্মের শিল্পতী উপস্থাপনাসহ বিশ্বনাট্যের বিভিন্ন ধারার নাটক প্রযোজনা এবং বাংলা নাটককে সমৃদ্ধ করা।