বরিশালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে গণতন্ত্র মঞ্চের

বরিশালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে গণতন্ত্র মঞ্চের

 গ্রেফতারকৃত বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে বরিশালে মানববন্ধন করে গণতন্ত্র মঞ্চ।

শনিবার (১১ মার্চ) বেলা ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় ও গণতন্ত্র মঞ্চের বরিশাল জেলা সমন্বয়ক ও গণসংহতি আন্দোলন বরিশাল জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু সভাপতিত্বে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদ বরিশাল জেলার আহ্বায়ক আবু সাইদ মুসা, সদস্য সচিব রফিকুল ইসলাম রাসেল, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সদস্য  সচিব আরিফুর রহমান মিরাজ, সদস্য হাছিব আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘বর্তমান নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন জ্বলছে। শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষ হাস-ফাঁস করছে। মানুষের হাতে টাকা নেই, কিন্তু বাজারদর বাড়ছে প্রতিনিয়ত। বাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছে। সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, না সিন্ডিকেটই সরকারকে নিয়ন্ত্রণ করছে— তা নিয়ে মানুষের মাঝে প্রশ্ন তৈরি হয়েছে। গ্যাস, বিদ্যুৎ, তেল সহ নিত্যপ্রয়োজনিয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে। জনগণের টাকায় গড়ে তোলা রাষ্ট্রীয় কোষাগার উজাড় করে সেই টাকা বিদেশে পাচার করছে ঘনিষ্ঠজনরা। এরকম জবরদস্তি ও জবাবদিহিতাহীনভাবে একটি দেশ চলতে পারে না।’