বরিশালে সম্পত্তিতে সমঅধিকারের দাবি সমাজতান্ত্রিক মহিলা ফোরামের

বরিশালে সম্পত্তিতে সমঅধিকারের দাবি সমাজতান্ত্রিক মহিলা ফোরামের

বরিশালে বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের  সম্মেলনে নারী নির্যাতন বন্ধ, সমকাজে সমমজুরি, সম্পত্তিতে সমঅধিকার, পাবলিক টয়লেট ও ডে কেয়ার সেন্টার চালুসহ ৬ দফা দাবি জানিয়েছেন নেতৃবৃন্দরা।

শনিবার (১১ মার্চ) বিকেলে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এই সম্মেলনের আয়োজন করা হয়। 

জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মাফিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সদস্য শানু বেগম প্রমুখ।

 এ সময় বক্তারা বলেন, ‘সমমজুরি ও সম্পত্তিতে সমঅধিকারের জন্য ও নারী নির্যাতনের বিরুদ্ধে বরিশালসহ সারাদেশে লড়াই চলছে। অপরিকল্পিত উন্নয়নের ছড়াছড়ি থাকলেও বরিশাল নগরীর নথুল্লাবাদ, রূপাতলীর মত জায়গায় মানসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হচ্ছেনা। তাই অবিলম্বে নগরীতে স্বাস্থ্যসম্মত আধুনিক পাবলিক টয়লেট, কর্মজীবী নারীদের জন্য হোস্টেল, ডে-কেয়ার সেন্টার নির্মাণের দাবি জানান তারা। 

এদিকে সম্মেলনের শুরুতে সদর রোডে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশ শেষে মাফিয়া বেগমকে সভাপতি ও সাধারণ সম্পাদক শানু বেগমকে ঘোষণা করে ২১ সদস্য বিশিষ্ট দ্বিতীয় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার কমিটি করা হয়।