বরিশালে নৌকা বাইচ ও আতশবাজি উৎসব

বরিশালে নৌকা বাইচ ও আতশবাজি উৎসব

শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশালে নৌকা বাইচ ও আতশবাজি উৎসব।

শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর জন্মশতবার্ষিকী উদযাপন করতে বরিশালে নানা আয়োজন চলমান।

বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ  শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর জন্মশতবার্ষিকী পালনে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।

তারই অংশ হিসেবে আগামীকাল শনিবার ২৭ মার্চ বরিশাল কীর্তন খোলা নদীতে নৌকাবাইচ প্রতিযোগীতার আয়োজন করেছে। শনিবার বিকেল ৩ টা এ নৌকাবাইচ প্রতিযোগীতা শুরু হবে কীর্তনখোলা নদীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু এলাকায় শুরু হয়ে নদীর বরিশাল লঞ্চ ঘাটে শেষ হবে।

নৌকাবাইচ প্রতিযোগীতায় ৯ টি নৌকা প্রতিযোগীতায় অংশ নেয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র- ১ গাজী নঈমুল হাসান লিটু।

বরিশাল লঞ্চঘাটে পুরষ্কার বিতরণ করবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।নৌকাবাইচ প্রতিযোগীতায় প্রথম পুরষ্কার ৩ লক্ষ টাকা, দ্বিতীয় পুরষ্কার ২  লক্ষ টাকা, তৃতীয় পুরষ্কার হিসেবে পাবেন ১ লক্ষ টাকা।

শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল কীর্তনখোলা নদীতে সন্ধ্যায় আছে বিসিসি মেয়রের উদ্যোগে আতশবাজি উৎসব। আগামী শনিবার ২৭ মার্চ নৌকাবাইচ প্রতিযোগীতা শেষে সন্ধ্যা ৭ টায় বরিশাল লঞ্চঘাট এলাকায় বা নদী সংলগ্ন এলাকায় এ আতশবাজি বাজি উৎসব দেখা যাবে।

এ আয়োজনের সৌজন্য সহযোগিতা করবেন  মাহিমা এন্টারপ্রাইজ ও তানিশা এন্টারপ্রাইজ।

বরিশাল নগরবাসীকে এমন আয়োজন দেখতে অনুরোধ জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।