বরিশালে প্রথম ইভিএম ভোটে ৪ পৌর নির্বাচনে আ.লীগের মেয়র ৩, স্বতন্ত্র ১টিতে বিজয়ী

বরিশালে প্রথম ইভিএম ভোটে ৪ পৌর নির্বাচনে আ.লীগের মেয়র ৩, স্বতন্ত্র ১টিতে বিজয়ী


বরিশালে ইভিএম ভোটিং পদ্ধতিতে ৪ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিছু কিছু অভিযোগ থাকলেও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। ৪ পৌরসভার ৩টিতে আওয়ামী লীগ প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

গতকাল সোমবার বরিশাল বিভাগের বরিশাল জেলার বাকেরগঞ্জ ও উজিরপুর পেওরসভা, পটুয়াখালী জেলার কুয়াকাটা এবং বরগুনা জেলার বেতাগী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোট শেষে গণনা করে রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন স্ব স্ব পৌরসভার রিটার্নিং কর্মকর্তারা। 

নির্বাচনী ফলাফল অনুযায়ী বরিশালের বাকেরগঞ্জ পেওরসভায় তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক মেয়র লোকমান হোসেন ডাকুয়া। অন্যদিকে উজিরপুর পৌরসভার দ্বিতীয়বার মেয়র হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও সাবেক মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী। বরগুনা জেলার বেতাগী পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম গোলাম কবির। চার পৌরসভার মধ্যে পটুয়াখালী জেলার কুয়াকাটা পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদার। 
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের লোকমান হোসেন ডাকুয়া ৭ হাজার ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা খলিলুর রহমান পেয়েছেন ২ হাজার ৪১১ ভোট এবং বিএনপি প্রার্থী এসএম মনিরুজ্জামান পেয়েছেন ৯১৪ ভোট।

ইভিএম পদ্ধতিতে ভোগ গ্রহণ শেষে রাত ৮টায় গণনার পর এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. নূরুল আলম।
বরিশালের উজিরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী গিয়াস উদ্দিন বেপারী ৫ হাজার ৭০৫ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. শহিদুল ইসলাম খান পেয়েছেন ৮৩৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কাজী কাজী শহিদুল ইসলাম পেয়েছেন ৬৭৭ ভোট। পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম গতকাল সোমবার রাত ৯টায় এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বরগুনা জেলার বেতাগী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এবিএম গোলাম কবির ৬ হাজার ১০২ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত প্রার্থী হুমায়ুন কবীর মল্লিক পেয়েছেন ৫০৯ ভোট।
রিটার্নিং কর্মকর্তা বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার রাতে ভোট গণনা শেষে ওই ফলাফল ঘোষণা করেন।

অন্যদিকে বরিশাল বিভাগের চার পৌরসভার মধ্যে কুয়াকাটা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পরাজিত হয়েছেন। জেলার কুয়াকাটা পৌরসভা নির্বাচনে স্বতন্ত প্রার্থী আনোয়ার হাওলাদার ৩ হাজার ৩৩৩ ভোট মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের  আ. বারেক মোল্লা পেয়েছেন ২ হাজার ৬৮৪ ভোট।

কুয়াকাটা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা সোমবার রাতে ওই ফলাফল ঘোষণা করেন।