বরিশালে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনভীর হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বরিশালে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনভীর হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং অভিযুক্তদের কঠোর বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের গণমাধ্যম প্রতিষ্ঠানে বরিশালে কর্মরতদের ব্যানারে এতে বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণষমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং শুভানুধায়ীরা অংশগ্রহণ করেন।

শনিবার বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ফিরদাউস সোহাগ, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান অপূর্ব অপু, বরিশাল সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  কাজী মিরাজ মাহমুদ।
বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের মিডিয়াঙ্গনে একটি উজ্জল নাম। এই প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন হাজারো সাংবাদিক-কর্মচারী। বসুন্ধরা গ্রুপের গণমাধ্যমে দেশ ও জাতীর স্বার্থে অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে আনা হচ্ছে। এতে যাদের স্বার্থহানী হচ্ছে তারাই বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বক্তারা।