বরিশালে বাংলাদেশ ট্রেড ইউনিয়নের বিজয় দিবস উদ্যাপন

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন, দর্জি শ্রমিক সংগ্রাম কমিটির যৌথ উদ্যোগে মহান বিজয় দিবসম উদ্যাপন করেছে।
গত বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৭ টায় বরিশাল নগরীর নাজির মহল্লার মোড়ে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বপন দত্তের সভাপতিত্বে সভায় বক্তৃতা রাখেন শ্রমিক নেতা এ্যাড. এ কে আজাদ, মো: আলম খান, আলাউদ্দিন মোল্লা, রুস্তুম আলী হাওলাদার, জোছনা বেগম, তুষার সেনসহ অনান্যরা।
সমাবেশে বক্তারা বলেন, সা¤্রাজ্যবাদ, সন্ত্রাস-সাম্প্রদায়িকতা, লুটেরা-দুর্নীতিবাজদের প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনায় শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সরকারি তালিকাভুক্তকরণ, ষাটোর্ধ শ্রমিকদের পেনশন প্রদান এবং বাড়িভাড়া, শিক্ষা-চিকিৎসা ব্যয় কমানো, দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, লঞ্চ ভাড়া, বাস ভাড়া কমানো, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ সহ চিকিৎসায় অব্যবস্থাপনা-নৈরাজ্য অবিলম্বে দূর করা সহ ১৫ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।
সভা শেষে লাল পতাকার বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ‘শহিদ স্মৃতি স্তম্ভে’ পুষ্পার্ঘ অর্পণ করে।