বরিশালে বিদায়ী কলেজ অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি

বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের সদ্য বদলী হওয়া অধ্যক্ষের দ্রুত দায়িত্ব হস্তান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। তবে বদলী আদেশের চিঠি হাতে না পাওয়ায় দায়িত্ব হস্তান্তর করতে পারছেন না বলে জানিয়েছেন অধ্যক্ষ।
শনিবার সকাল ১০টায় বরিশাল মডেল স্কুল অ্যা- কলেজের বারান্দায় মেঝেতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
অবস্থান কমৃসূচি পালনরত শিক্ষকরা জানান, বদলীকৃত অধ্যক্ষ সেনা বাহিনীর একজন মেজর পদবীধারী কর্মকর্তা। গত ২২ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়ার আদেশ দেয়। এরপরও তিনি কর্মস্থলে অবস্থান করে শিক্ষকদের নানাভাবে হয়রানী করছেন। তার বিরুদ্ধে করোনাকালে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রাখারও অভিযোগ করেন তারা। আর এসব কারণে শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে দ্রুত এই এখান থেকে তার প্রস্থান দাবি করেন।
অধ্যক্ষ এই প্রতিষ্ঠান ত্যাগ না করা পর্যন্ত প্রতিদিন দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করার কথা বলেন শিক্ষকরা।
এ ব্যাপারে মডেল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মেজর শাহিদুর রহমান মজুমদার বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তহীন। তিনি সরকারি নিয়ম ও নির্দেশনা মেনেই দায়িত্ব পালন করছেন। অনলাইনে তিনি বদলীর খবর জেনেছেন। কিন্তু আদেশের চিঠি হাতে না পাওয়ায় কর্মস্থল ত্যাগ করতে পারছেন না।