বরিশালে ভোর থেকে জেলায় বাস চলাচল শুরু

বরিশালে ভোর থেকে জেলায় বাস চলাচল শুরু

সরকারি নির্দেশনা অনুসারে সারা দেশের মতো বরিশাল জেলা সিমানার মধ্যেও শুরু হয়েছে বাস চলাচল। স্বাস্থ্যবিধি মেনে বাসগুলো চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার ভোর থেকে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ৭টি রুটে এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে জেলার ৩টি রুটসহ মোট ১০ রুটে বাস চলাচল শুরু হয়।

তবে প্রথম দিন যাত্রী সংখ্যা অনেক কম ছিলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্যবিধি মেনে বাসগুলো চলাচল শুরু করে। প্রতি দুই সিটে একজন করে যাত্রী বসানো হয়। ভাড়া আদায় করা হয় বাির্ধত হারে। বর্ধিত ভাড়ায় স্বাস্থ্যবিধি মেনে গন্তব্যে যেতে পেরে খুশী যাত্রীরা।

বাসের চালকরা বলছেন, প্রথম দিনে যাত্রী পাচ্ছেন খুবই কম। রাস্তায় কিছু যাত্রী থাকলেও তারা থ্রি হুইলার যানে দ্রুত একস্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন। এ কারণে বাসে তেমন যাত্রী উঠছে না।