বরিশালে ভোলার গ্যাস রক্ষার দাবিতে মানববন্ধন

বরিশালে ভোলার গ্যাস রক্ষার দাবিতে মানববন্ধন

বরিশাল বিভাগের ভোলা জেলার উত্তর (ভেদুরিয়ার) গ্যাস ক্ষেত্র রাশিয়ার গাজপ্রম কোম্পানিকে লিজ দেয়ার প্রতিবাদ, নতুন গ্যাস কুপ বিনা দরপত্রে রাশিয়ান গজপ্রম কোম্পানীর সঙ্গে সমঝোতা স্মারক বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি বরিশাল জেলা শাখা ওই মানববন্ধনের আয়োজন করে।

শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল সম্মুখ সদররোডে ওই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি বরিশাল জেলা কমিটির  সভাপতি সাউদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সদস্য কমরেড নিমাই মন্ডল, অধ্যাপক জলিলুর রহমান, নৃপেন্দ্র নাথ বাড়ৈ, অধ্যাপক দুলাল মজুমদার, দেওয়ান আ. রসিদ নিলু, নবীন আহমেদ প্রমূখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, এই সরকারের হাতে আমাদের জাতীয় সম্পদ নিরাপদহীন হয়ে পড়েছে। সরকার রাতের আঁধারে ভোটের মত বিচার বিভাগকে ব্যবহার করে এদেশের গ্যাস সম্পদ বিক্রি করে দিচ্ছে। এব্যাপারে কেউ বিচার বিভাগে যাবেন তাও পারবেন না। আইন পাশ করে সে পথ রুদ্ধ করে রেখেছে ক্ষমতায় টিকে থাকার মত। তাই দেশের সম্পদ রক্ষার করার আন্দোলনে সকলকে সোচ্চার হওয়ার জন্য আহবান জানান বক্তারা