বরিশালে মসজিদে একাধিক ঈদ জামাতের নির্দেশ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পবিত্র ঈদ-উল-ফিতরের দিন একই মসজিদে একাধিক ঈদের জামাতের আয়োজন করতে দিক নির্দেশনা দিয়েছে বরিশাল জেলা প্রশাসন কর্তৃপক্ষ।
ঈদের সকাল ৭টা থেকে সকাল ১১টার মধ্যে পৃথকভাবে ঈদ জামাত শেষ করতে হবে। আর এ জন্য প্রতিটি মসজিদে ঈদের নামাজ পড়ানোর জন্য একাধিক ইমামের ব্যবস্থা রাখতেও বলা হয়েছে মসজিদ পরিচালনা কমিটিকে।
করোনাভাইরাস প্রতিরোধ সম্পর্কিত বরিশাল জেলা কমিটির সভায় গৃহীত ওই সিদ্ধান্ত শুক্রবার (২২ মে) বিকালে এক সংক্ষিপ্ত সভা শেষে বরিশাল মহানগরীসহ জেলার প্রতিটি মসজিদের ইমাম ও পরিচালনা কমিটির নিকট প্রেরণ করা হয়েছে।
এর আগে গত বুধবার (২০ মে) বরিশাল জেলা পর্যায়ে ‘কোভিড ১৯ পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক আসন্ন ঈদ-উল-ফিতরের নামাজ আদায়ে করণীয় ‘বিষয়ক সভাশেষে ওই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছিল।
বরিশাল বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া সেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস জানিয়েছেন, ‘ঈদগাহর পরিবর্তে এবারের ঈদের নামাজ মসজিদের ভিতরে স্বাস্থ্যবিধি মেনে পড়তে হবে।
মুসুল্লিদের সুবিধার্থে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত কল্পে স্বল্প পরিসরে প্রতিটি মসজিদে একাধিক জামাতের আয়োজন করতে হবে। প্রতিটি জামাতে মুসুল্লিদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।
এছাড়া, মুসুল্লিদের বাড়ি থেকে ওযু করে মসজিদ প্রাঙ্গনে আসতে হবে৷ মসজিদ পরিচালনা কমিটিকে মসজিদের প্রবেশমুখে সাবান/হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। মসজিদের ভিতরে কার্পেট বিছানো যাবে না।
এর পরিবর্তে মুসুল্লিরা বাড়ি থেকে জায়নামাজ নিয়ে আসতে হবে৷ ঈদ জামাতের পূর্বে অবশ্যই জীবাণুনাশক দিয়ে মসজিদ পরিস্কার করতে হবে। শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থ মানুষদের মসজিদে আসা থেকে বিরত থাকতে বলা হয়েছে জেলা প্রশাসনের নির্দেশনায়।