বরিশালে মুখোমুখি সংঘর্ষে ৩ মোটর সাইকেল আরোহী নিহত

বরিশালের কীর্তনখোলা দপদপিয়া সেতুর ঢালে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের ৩ আরোহী নিহত এবং একজন আহত হয়েছে। নিহতরা হলো চয়ন (১৭), রাব্বী (১৮)ও সিয়াম (১৮)। তাদের বাড়ি বাকেরগঞ্জ জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের পরিদর্শক আব্দুর রহিম।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কের শহীদ আবদুর রব সেরনিয়াবত সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের পরিদর্শক আব্দুর রহিম জানান, পটুয়াখালীর দিক থেকে একটি যাত্রীবাহি বাস বরিশালের দিকে আসছিলো। বাসটি দপদপিয়া সেতুর ঢালে ওঠার সময় বিপরীতমুখি একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের চালক চয়ন মারা যায়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সিয়ামের মৃত্যু হয়। এর কিছুক্ষণ পর মারা যায় রাব্বী।
বিএমপি’র বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পর চালক ও সহকারি বাস ফেলে পালিয়ে যায়। এতে মহাসড়কের ওই স্থানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। বাসটি জব্দ করা হয়েছে।