বরিশালে মোটর সাইকেল চুরির ২ দিন পর উদ্ধার: চোর গ্রেপ্তার

বরিশালে মোটর সাইকেল চুরির ২ দিন পর উদ্ধার: চোর গ্রেপ্তার

বরিশাল সিটি করপোরেশনের এক কর্মকর্তার মোটর সাইকেল চুরির ২দিন পর অভিযুক্ত চোর গ্রেপ্তার এবং চোরাই মোটর সাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

গত রোববার রাতে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের কুদঘাটা এলাকা থেকে মোটর সাইকেলটি উদ্ধার এবং অভিযুক্ত চোর গ্রেপ্তার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত অভিযুক্ত চোরের নাম মৃদুল হাসান (২২)। সে নগরীর আলেকান্দা কাজীপাড়া এলকার মো. আলমগীর হোসেনের ছেলে। 

বিএমপি’র মিডিয়া সেল সদস্য ওবায়দুর রহমান জানান, গত ৩০ জুলাই রাতে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গোরস্থান রোড ধোপাবাড়ি এলাকার ভাড়াটিয়া বাসিন্দা সিটি করপোরেশনের কর্মকর্তা মো. ছাইদুর রহমান খানের ব্যবহৃত একটি মোটর সাইকেল (হোন্ডা সাইন ১২৫ সিসি) চুরি হয়। এ ঘটনায় পরদিন ৩১ জুলাই কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ছাইদুর রহমান। 

গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনগণের সহায়তায় ২৮ নম্বর ওয়ার্ডের কুদঘাটা এলাকা থেকে ওই চোরাই মোটর সাইকেল উদ্ধার এবং অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মৃদুল আরও কোন মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িত কিনা তা জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।