বরিশালে লকডাউনের মধ্যে দোকান খোলা রাখায় ১৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে লকডাউনের মধ্যে দোকান খোলা রাখায় ১৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে লকডাউনের মধ্যে সরকারি নির্দেশ উপেক্ষা করে অপ্রয়োজীয় দোকান খোলা রাখায় ১৯টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৭১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে পৃথক ভ্রাম্যমান আদালত।

গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং মো. সাইফুল ইসলামের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নগরীর বিভিন্ন এলাকায় ওই অভিযান পরিচালিত হয়। 

মো. জিয়াউর রহমানের ভ্রাম্যমান আদালত নগরীর গীর্জামহল্লা সড়কে অভিযান পরিচালনাকালে দেখতে পায় জোহরা মার্কেটের সামনে তালা ঝুলিয়ে ভেতওে খোলা রাখা হয় দোকান। সরকারি নির্দেশ অমান্য করায় ওই মার্কেটের ৮টি দোকান মালিকের কাছ থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এছাড়া নগরীর পোর্ট রোডসহ বিভিন্ন স্থানে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় আরও ৭টি দোকান থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন জিয়াউর রহমানের ভ্রাম্যমান আদালত। 

অপরদিকে মো. সাইফুল ইসলামের ভ্রামমান আদালত নগরীর বিভিন্ন স্থানে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। 

পৃথক ভ্রাম্যমান আদালত চলাকালে করোনা এড়াতে জনগণকে শারীরিক দূরত্ব নিশ্চিত করা এবং জনসমাগম এড়িয়ে চলতে উদ্বুদ্ধ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন তারা।