বরিশালে শিক্ষার্থীদের ৪৮ ঘন্টার আলটিমেটাম

বরিশালে স্কুল এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নিরাপদ সড়ক, লঞ্চ এবং গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবি নিয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ করে। অবরোধের এক পার্যায় ৪৮ ঘন্টার আলটিমেটাম ঘোষনা করে নগীরর অশ্বিনী কুমার টাউনহলের সম্মুখ থেকে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মিছিল বের করলে সড়কে যানচলাচল শুরু হয়।
রোববার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা প্রায় দুই ঘণ্টা ধরে সড়ক অবোরধ ও বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীরা নিরাপদ সড়ক, লঞ্চ এবং গণপরিবহনে হাফ পাস, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করার দাবি করেন।
ছবি: এন আমিন রাসেল
বিক্ষোভকালে শিক্ষার্থীরা বলেন, নিরাপদ সড়ক, লঞ্চ এবং গণপরিবহনে হাফ পাস দাবি না মানা হলে আগামী ৪৮ ঘন্টার পর আবার এর দিগুন শিক্ষার্থীরা আন্দোলনে নামার হুসিয়ারী দেন। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গুলো বন্ধ করে দেওয়ার ঘোষনা আসে শিক্ষার্থীদের কাছ থেকে।
এদিকে, সড়কে যানজটের সৃষ্টি হলে পুলিশ শিক্ষার্থীদের রাস্তাটি ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় কয়েকজন বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কথাকাটাকাটি হলে সড়কটি সম্পূর্ণ বন্ধ করে দেন শিক্ষার্থীরা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখী বলেন, ‘দেশের অনান্য স্থানেও শিক্ষার্থীরা আন্দোলন করছে। সার্বোক্ষনিক নজর রাখছি। তবে বরিশাল নগরীর সদর রোড এটি গুরুত্বপূর্ণ সড়ক। সমস্যা একটু হচ্ছে। আমরা শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করলেও দীর্ঘ সময় ধরে সড়কে অবরোধ করে রাখে।’