বরিশালে শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান

বরিশালে শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান

বরিশালে বিভাগীয় পর্যায়ে শিশু সঙ্গীত ও নৃত্য দলের প্রযোজনা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা পরিচালক লিয়াকত আলী লাকী।

রোববার সন্ধ্যা ৭টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি।

অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহা পরিচালক লিয়াকত আলী লাকী বলেন, আমাদের শিশুরাই বাংলাদেশের সম্পদ। শিশুদের মুক্তিযুদ্ধের আলোয় আলোকিত করে গড়ে তুলতে হবে। তাদের বিকশিত করতে হবে। তারা যাতে নেতিবাচক কাজের সঙ্গে যুক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অন্যান্য বক্তারা বলেন, কেবল পাঠ্য বই নয়ম শিশুদের সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে বেশি বেশি যুক্ত করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস, গল্প, উপন্যাস পড়তে উদ্বুদ্ধ করতে হবে। খেলাধূলা, আবৃত্তি, গান, নাচ, বিতর্কসহ মনবিকাশের পথ উন্মুক্ত করে দিতে হবে। 

বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাট্যজন সৈয়দ দুলাল, কাজল ঘোষ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোহাম্মদ হাসানুর রশীদ।

অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্য দলের শতাধিক শিশু শিল্পীর পরিবেশনায় মুগ্ধ হয় দর্শক-শ্রোতারা।