বরিশালে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

বরিশালে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগষ্ট সকল শহীদদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।

সোমবার ২৯শে আগষ্ট বিকেল ৪ টায় সাহেবের হাট বাজারে বরিশাল সদর উপজেলা ৮নং চাঁদপুরা ও ৯নং টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর খান আলো, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগরের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগরের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু।

অনুষ্ঠানে আরোও বিসিসি'র ১নং ওয়ার্ড কাউন্সিলর আমীর বিশ্বাস,বিসিসি'র ১২নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু, বিসিসি'র ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, বিসিসি'র ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, বিসিসি'র ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃহুমায়ুন কবির, বিসিসি'র ২৮নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন রুবেল, বিসিসি'র ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/ সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

সভা সঞ্চালনা করেন ৮নং চাদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম জাহিদ। সভার সভাপতিত্বে করেন বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন আহমেদ।