বরিশালে সমানে চলছে ইলিশ নিধন

মা ইলিশের প্রজনন নিরাপদ করতে দেশের ৩৮ জেলার ১৭৪টি উপজেলার নদ-নদী ও সাগরে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তবে নদী বেস্টিত বরিশালে এই নিষেধাজ্ঞা অনেকাংশেই কার্যকর হচ্ছে না। দিনে এবং রাতে সমানতালে চলছে ডিমওয়ালা মা ইলিশ সহ অন্যান্য মাছ নিধন। যদিও গত ৬ দিনের অভিযানে ৮৪ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড, ১৮ জনকে বিভিন্ন অংকের জরিমানা এবং ৬শ’ ৮২ কেজি ইলিশ সহ ৩ লাখ মিটার অবৈধ জাল উদ্ধার করেছে প্রশাসন।
আশ্বিনের ভরা পূর্নিমার আগে ও পরের ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এই সময়ে মা ইলিশ ডিম ছাড়তে সাগর থেকে মিঠা পানির নদীতে উঠে আসে। মা ইলিশের প্রজনন নিরাপদ করতে এই ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ।
কিন্তু হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীর জানপুর, খালিশপুর, চরআবুপুর, আশুলিয়া আবুপুর, ডেগুয়া, অন্তরবাম, চরমেঘা, বসুপট্টি, মাটিযালা ও পুরাতন হিজলা, মেহেন্দিগঞ্জ সংলগ্ন মেঘনার কালীগঞ্জ ও আলীগঞ্জ, মুলাদীর জয়ন্তি নদীর আবুপুর থেকে ছবিপুর, আড়িয়ালখাঁ নদের পশ্চিম চরকালেখাঁ থেকে পাতারচর, রামচর থেকে নাজিরপুর, নন্দিরবাজার থেকে মীরগঞ্জ, সুগন্ধা নদীর মীরগঞ্জ, সন্ধার নদীর উজিরপুর ও বানারীপাড়া পয়েন্টে জেলেরা মাছ শিকার করছে অনকেটা নির্বিঘ্নে।
আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন এসব নদ-নদীতে অভিযান চালালেও বিশাল জলরাশিতে তা একেবারেই সামান্য।
হিজলার মেঘনায় মাছ শিকারের প্রত্যক্ষদর্শী সেলিম হোসেন বলেন, নদ-নদীতে জোয়ার আসার সময় ইলিশ শিকারে নামেন জেলেরা। ভরা জোয়ারের সময় তারা নদী থেকে উঠে যায়। এভাবে দিনে দুই দফা জোয়ার আসার সময় মাছ শিকারের উৎসব চলে হিজলার বিভিন্ন নদীতে।
স্থানীয়রা জানায়, জেলেরা মাছ শিকারে নামার আগে অদূরে তাদের নিয়োজিত এজেন্ট পাহাড়ায় রাখেন। দূর থেকে কোন অভিযান দেখলেই ওই পাহাড়াদার ফোনে মাঝ নদীতে মাছ শিকাররত জেলেদের খবর দেয়। প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছার আগেই নিরাপদে চলে যায় তারা।
আবার কোন কোন ক্ষেত্রে অসাধু মৎস্য কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগসাজস করে জেলেরা নদীতে মাছ শিকার করে বলে অভিযোগ রয়েছে। বিকাশে কমিশন পাঠিয়ে দিয়ে সংশ্লিস্ট পয়েন্টে জেলেরা নির্বিঘ্নে মাছ শিকার করেন বলে ওইসব এলাকায় প্রচলিত আছে।
তবে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চলমান আছে বলে জানিয়েছেন, বরিশাল মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী এবং উপজেলা প্রশাসনের সহায়তায় মৎস্য বিভাগ বিরামহীন অভিযান চালাচ্ছে। বিশাল এলাকা হওয়ায় এক জায়গা থেকে আরেক জায়গায় অভিযানে যাওয়ার পথে খবর পেয়ে জেলেরা নিরাপদে চলে যায়।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা শুরুর পর প্রথম ৬ দিনে বরিশাল জেলায় ৬৩ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় ১০২টি মামলায় ৮৪ জন জেলেকে ১৫ দিন থেকে সর্বোচ্চ ১ বছরের কারাদন্ড এবং ১৮ জন জেলেকে ৮২ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়। এ সময় ৬ শ’ ৮২ কেজি ইলিশ সহ দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে বলে তিনি জানান।