বরিশালে সহচরীর দুর্গাপুজোয় শিশুদের মাঝে শুভেচ্ছা বিতরণ

বরিশালে সহচরীর দুর্গাপুজোয় শিশুদের মাঝে শুভেচ্ছা বিতরণ

বরিশালে  সহচরীর উদ্যোগে দুর্গাপুজোয় শিশুদের মাঝে শুভেচ্ছা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত।মঙ্গলবার ১২ অক্টোবর বিকেল ৪ বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন সহচরীর উদ্যোগে, জেলা প্রশাসনের সহায়তায় ঝাউতলা সর্বজনীন পুজা মন্দির ও শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির প্রাংগনে শিশুদের মাঝে খুশি বিতরণ অনুষ্ঠান উদযাপিত হয়।

অনুষ্ঠানের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সহচরীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এ আয়োজনের জন্য এবং তিনি বলেন,একজন শাসক নন বরং মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ হয়ে, সাধারন মানুষের পাশে থাকতে চান৷ বঙ্গবন্ধুর স্বপ্ন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে, শারদীয় দুর্গাপূজায়  সহচরীর এই আয়োজনে অবদান রাখতে পেরে, তিনি নিজেকে ধন্য মনে করছেন বলে অভিমত ব্যক্ত করেন।জেলা প্রশাসক হিসেবে গণমানুষের জন্য সবর্দা কাজ করে যাবার ইচ্ছা পোষন করেন, ভবিষ্যতে   যেকোনো৷ প্রয়োজনে জেলা প্রশাসন ও সহচরী, সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে বলে আশ্বস্থ করেন৷  

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, নেজারত ডেপুটি কালেক্টর মো নাজমুল হুদা, ভানু লাল দে, ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট, বিমল মুখার্জি, সভাপতি, ঝাউতলা সর্বজনীন পুজা মন্দির, সত্যেন্দ্রনাথ দাস, সাধারণ সম্পাদক, ঝাউতলা সর্বজনীন পুজা মন্দির,বিদ্যুৎ শিকদার, সাধারণ সম্পাদক, শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির, অমল মুখার্জি, অবসরপ্রাপ্ত প্রফেসর সরকারী বিএম কলেজ, তপন কুমার বাড়ই, সিনিয়র সহকারী শিক্ষক, বরিশাল জিলা স্কুল,  কাজল ঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমুখ।

উল্লেখ্য, করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাড়াতে বরিশালের নয়জন তরুনী মিলে সহচরী সংগঠনটি গড়ে তুলেছে।এরই মাঝে, তারা উক্ত সংগঠনটির মাধ্যমে বহু পরিবারের খাদ্য,বাজার,চিকিৎসা সহায়তা সহ নানা মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি, করোনাকালীন সময়ে কর্মহারা কিছু মানুষকে স্বাবলম্বীকরনে ক্ষুদ্র সহায়তা প্রদান করেছে।এছাড়াও বর্তমানে জেলা প্রশাসন ও ইউনিসেফের সহায়তায় সংগঠনটি বরিশাল নগরীর স্কুল কলেজ সহ বিভিন্ন জায়গায় সচেতনতামুলক কর্মসূচী চালিয়ে যাচ্ছে।