বরিশালে সার্জিক্যাল ব্যবসায়ীকে জরিমানা, তৎপর প্রশাসন

বরিশালে সার্জিক্যাল ব্যবসায়ীকে জরিমানা, তৎপর প্রশাসন

বরিশালে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় সার্জিক্যাল ষ্টোরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া সদ্য বিদেশ থেকে আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

শনিবার (২১ মার্চ ) সকাল ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত নগরীর সদর রোডের শাহিন কমপ্লেক্সে সার্জিক্যাল ষ্টোরে অভিযান চালায়। সেখানে মাস্কের দাম বেশী রাখার প্রমাণ পাওয়ায় মেডিসান সার্জিক্যাল এন্ড সাইন্টিফিক দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

পরে সদ্য বিদেশ থেকে আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালত সকলকে সরকারী নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন এবং এই নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন।

জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।