বরিশালে সোনারগাঁও টেক্সটাইল মিলে শ্রমিকদের আন্দোলন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইল মিলে শ্রমিকদের আন্দোলন

বরিশালে বকেয়া বেতন-ভাতার দাবিতে সোনারগাঁও টেক্সটাইল মিলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শ্রমিকরা। মালিক পক্ষ টেক্সটাইলের যন্ত্রপাতি গোপনে বিক্রি করে দিতে পারে এমন আশংকায় শ্রমিকরা ফটকে তালা দিয়ে দেয়।

গতকাল বুধবার রাতে সোনারগাঁও টেক্সটাইল মিলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। 

সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, নগরীর রূপাতলীতে অবস্থিত সোনারগাঁও টেক্সটাইল মিল করোনার অজুহাতে গত ১০ মাস ধরে বন্ধ রাখা হয়েছে। করোনার শুরু থেকে বকেয়া রাখা হয়েছে শ্রমিকদের বেতন-ভাতা। কর্তৃপক্ষ গত ১০ মাসে শ্রমিকদের খবর নেয়নি। বেতন ভাতার দাবিতে এর আগে বিভিন্ন সময় আন্দোলন করলেও কর্তৃপক্ষ কোন কর্ণপাত করেনি। বেতন ভাতা পরিশোধ না করে কর্তৃপক্ষ বিক্রির জন্য গত বুধবার রাতে গোপনে কারখানার নিজস্ব কাভার্ডভ্যানে ববিন ও ক্যানসহ বিভিন্ন যন্ত্রপাতি সরিয়ে ফেলার চেষ্টা করে। এ খবর পেয়ে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। উত্তপ্ত পরিস্থিতি দেখে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত কারখানার কোন মালামাল বিক্রি করতে দেওয়া হবে না বলে হুশিয়ারী দেন তারা। 

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ নিয়েজিত রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা।