বরিশালে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সুপারসহ ২জন নিহত

বরিশালে আন্ত মহাসড়কে সড়ক নির্মাণ মালবাহি ট্রলির সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে মাদ্রাসা সুপারসহ দুই জনের মুত্যু হয়েছে। এর মধ্যে মাদ্রাসা সুপারেন্টে- মাওলানা আঃ জলিল (৫২) ঘটনাস্থলেই তার মুত্যু হয়। আর মটর সাইকেল চালক আলাউদ্দিন (২০) কে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
বুধবার দুপুর সোয়া বারটার দিকে বরিশাল-ভাউফল আঞ্চলিক মহাসড়কের ভেদুরিয়া বাজার সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে মোটর সাইকেল চালক আলাউদ্দিন ও তার পিতা মোটর সাইকেল আরোহী মাওলানা হেলাল উদ্দিনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় বসে চালক আলাউদ্দিনের মুত্যু ঘটে।
ঘটনাস্থলে থাকা বাসিন্দারা জানিয়েছে, বরিশাল সদর উপজেলার টুমচর দাখিলিয়া মাদ্রাসার সুপার মাওলানা আ. জলিলসহ তিনজন মোটর সাইকেলযোগে বরিশাল যাচ্ছিল। পথে বিপরিত মুখি সড়ক নির্মাণের কংক্রিট বহনকারী ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ঘটনাস্থলে ছিটকে পড়ে মোটর সাইকেল আরোহী মাওলানা আ. জলিলের মৃত্যু ঘটে। পরবর্তীতে বন্দর থানা এসআই পিন্টু পাল ও এস.আই সামসুল আলমসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত দুইজনকে উদ্ধার চিকিৎসার জন্য বরিশাল নিয়ে আসার পথে ভেদুরিয়া ফেরি ঘাট এলাকায় আলাউদ্দিনের মৃত্যু ঘটে।
পরে দুর্ঘটনায় আাহত আলাউদ্দিনের পিতা মাওলানা হেলাল উদ্দিনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।