বরিশালে ২ গাজাসেবীর ৩ মাস করে কারাদন্ড

বরিশালে গাজা সেবনের দায়ে দুই যুবককে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। জরিমানার অর্থ দিতে না পাড়লে তাদের আরও ৭ দিন করে কারাদন্ড দেয়া হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীনের ভ্রাম্যমান আদালত এই দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলো আকাশ সিকদার ও জয় মল্লিক। এরা নগরীর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা।
জেলা প্রশাসনে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে নগরীর আমানতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে াঁজা সেবনরত অবস্থায় ২ যুবককে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬ (১) এর ক্রমিক ২১ মোতাবেক ওই ২ ব্যক্তিকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করেন। জরিামানা অনাদায়ী হলে তাদের আরও ৭ দিন করে দন্ডাদেশ দেয়া হয়।