বরিশালে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশাল নগরের ফলপট্টি এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১ জুন) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ফল বিক্রেতাদের বেশি দামে ফল বিক্রি, পচা ও নষ্ট ফল বিক্রি, মূল্য তালিকা না থাকা ইত্যাদি অপরাধে তামিম ফুড স্টোরের মালিক ফারুককে ৫ হাজার টাকা, আলিম স্টোরের মালিক মামুনকে ২ হাজার টাকা ও আরিফ ফুড কর্নারের মালিক আলমগীরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।