বরিশালে ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

বরিশালে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার সকাল ৯টায় নগরীর সদর রোডের আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মহানগর আওয়ামী লীগ।
পরে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর ও জেলার সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটুসহ কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।