বর্ধিত এলাকাকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে-ফয়জুল করীম

বর্ধিত এলাকাকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে-ফয়জুল করীম

বিসিসি নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন,  সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকার মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। 

তাঁরা নির্ধারিত ট্যাক্স পরিশোধ করেও রাস্তাঘাট, বর্জ্য অব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থাপনার অভাবে জলাবদ্ধতা ও মশার উপদ্রব পোহাতে হচ্ছে। আমি বিজয়ী হলে বর্ধিত এলাকার সকল সমস্যা দূর করার চেষ্টা করবো।  সোমবার দুপুরে ১০নং ওয়ার্ড বরফকল ও কেডিসি এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। 

মুফতী ফয়জুল করীম বলেন,  সিটি কর্পোরেশনের একজন মেয়রের অন্যতম কর্তব্য হলো নগরীর সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আমি বিজয়ী হলে সর্বস্তরের নাগরিকদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। 

পরে মেয়র প্রার্থী মুফতী ফয়জুল করীম নগরীর পূর্ব বগুরা রোড, মুন্সী গ্যারেজ, কলেজ এভিনিউ, গ্যাস্টারবাইন ও  লালার দিঘীরপাড় এলাকায় গণসংযোগ করেন।