বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা কমিটির উদ্যোগে এক সমাবেশ ও লাল পতাকার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি কমরেড আ ক মো. মিজানুর রহমান সেলিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কিমিটির সম্পাদক দুলাল মজুমদার কমরেড দুলাল মজুমদার, বাকেরগঞ্জ থানার নেতা কমরেড নূর হোসেন খান এবং ঢাকা ধানমন্ডি শাখার নেতা কমরেড শংকর আচার্য।
প্রতিষ্ঠবার্ষিকীর সমাবেশে লুটপাট-গণতন্ত্রহীনতা-সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা-শোষণ বন্ধসহ আওয়ামী দুঃশাসন রুখে ছাত্র, কৃষক-নিম্নবিত্ত এবং মেহনতি শ্রেণির নেতৃত্বে বাম বিকল্প গড়ে তোলার আহ্বান জানায় বক্তারা।সভা পরিচালনা করেন জেলা নেতা কমরেড বিপ্লব দাস।