বিএনপি-জামায়াত-হেফাজত জঙ্গিরা তালেবানী শাসন কায়েম করতে একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্তে লিপ্ত -হাসানুল হক ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, দুর্নীতিবাজ বাজার সিন্ডিকেট বাংলাদেশের অর্থনীতির স্থিতিশীলতা ধ্বংস করে দিচ্ছে। এই সুযোগে বিএনপি-জামায়াত-হেফাজত জঙ্গিরা তালেবানী শাসন কায়েম করতে একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্তে লিপ্ত আছে। এই দুই বিপদ মোকাবেলা করতে হবে।
শনিবার (২০ আগস্ট) সকাল ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে জাসদের বিভাগীয় প্রতিনিধি সভায় অংশগ্রহণের পূর্বে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ইনু আরও বলেন, দেশ রক্ষা করতে হলে দুর্নীতিবাজ বাজার সিন্ডিকেট কঠোরভাবে দমন করতে হবে। ঠিক তেমনি অস্বাভাবিক সরকারের মাধ্যমে বাংলাদেশে কোন তালেবানী শাসন কায়েম করার চক্রান্ত সফল হতে দেয়া হবে না।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সফর প্রশ্নে ইনু বলেন, আমরাও মানবাধিকারের পক্ষে। মানবাধিকার বাস্তবায়নে সফলতা কিংবা ব্যর্থতা আমরা আলোচনা সাপেক্ষে সমাধান করবো। মানবাধিকার প্রশ্নে বাংলাদেশ সরকারের কার্যকলাপে জাতিসংঘের সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টি নিয়ে যারা সরকার অদল-বদল খেলা খেলার স্বপ্ন দেখছে তারা বোকার স্বর্গে বাস করেন।
জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুবের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আক্তার এমপি। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন।
জেলা জাসদ সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় কেন্দ্রিয় কমিটির সদস্য আহসানুল কবির সহ বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে জাসদের নেতাকর্মীরা বরিশাল শিল্পকরা একাডেমিতে যোগ দেয়।