বিয়ের একদিন আগে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বিয়ের একদিন আগে কলেজ ছাত্রীর আত্মহত্যা
শুক্রবার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল কলেজ শিক্ষার্থী খাদিজা আক্তার (১৮)। বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করে পরিবার। কিন্তু বিয়ের পিঁিড়তে না বসে আত্মহত্যা করে খাদিজা। পছন্দের ছেলে সঙ্গে বিয়ে না দেওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে এমন অভিযোগ উঠেছে। গতকাল বৃহষ্পতিবার সকালে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খাদিজার লাশ উদ্ধার করে পুলিশ। খাদিজা ভুতেরদিয়া গ্রামের মিজান বেপারীর মেয়ে এবং বাবুগঞ্জ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। পরিবারের বরাত দিয়ে বাবুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, খাদিজা আক্তারের সঙ্গে একই গ্রামের মো. মিলন নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। পরিবার এ সম্পর্ক মেনে না নেওয়ায় তারা খাদিজার অমতে অন্যত্র বিয়ে ঠিক করে। শুক্রবার বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। গতকাল বৃহষ্পতিবার খাদিজার মা সাহিদা বেগম মেয়েকে ঘরে রেখে বিয়ের যোগাড়ে ব্যস্ত ছিলেন। সকাল নয়টার দিকে খাদিজা ঘরের দরজা বন্ধ করে চৌকাঠের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আবদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।