ব্যাটিয়ে বাংলাদেশ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে হলে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের। এমন সমীকণের ম্যাচে আজ আল আমেরিত ক্রিকেট গ্রাউন্ড ওমানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
ইতোমধ্যে এই ম্যাচের টস সম্পন্ন হয়েছে। গত ম্যাচের মতো টস ভাগ্য ছিলো বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের পক্ষে। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ।
আজ বাংলাদেশের একদশে একটি পরির্তন করেছে টিম ম্যানেজমেন্ট। ওপেনার সৌম্য সরকারের পরিবর্তনে আজ একদশে সুযোগ পেতে পারেন নাঈম শেখ।
এদিকে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হেরেছে টাইগাররা। তাই বিশ্বকাপে টিকে থাকতে হলে পরের দুই ম্যাচে জিততেই হবে মাহামুদউল্লাহদের। পাশাপাশি মোট রান রেটকেও গুরুত্ব দিতে হবে বাংলাদেশকে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস,নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), শেখ মাহাদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।