ভারতজুড়ে তীব্র দাবদাহ

ভারতজুড়ে তীব্র দাবদাহ

রাজধানী দিল্লি থেকে শুরু করে রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পশ্চিমবঙ্গসহ ভারতের একটা বড় অংশজুড়ে তীব্র দাবদাহ চলছে। দিল্লি ও ‘ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন’ (এনসিআর) এবং উত্তরপূর্ব ভারতের সমতল এলাকাতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস, তাতে বলা হয়েছে, এই অস্বস্তিকর পরিস্থিতিতে আপাতত এখনই মুক্তি নেই। আগামী ২ মে পর্যন্ত চলবে এই দাবদাহ। এরইসঙ্গে পাল্লা দিয়ে কোথাও কোথাও চলছে লোডশেডিং- সবমিলিয়ে হাঁসফাঁস অবস্থা মানুষের।

এদিকে রাজস্থান, গুজরাট ও অন্ধ্রপ্রদেশে গরম থেকে বাঁচতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ও পাখার ব্যবহার আকাশচুম্বী হওয়ার কারণে সেখানকার কারখানাগুলিতে বিদ্যুতের ব্যবহার সীমিত করে দেওয়া হয়েছে।

দিল্লি, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও ওড়িষ্যা, ভারতের এই পাঁচ রাজ্যের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করছে। স্বাভাবিকভাবেই এই রাজ্যগুলোতেই আবহাওয়া অফিসের তরফে দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে।

এর পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা-চন্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী অঞ্চল, ওড়িষ্যার প্রত্যন্ত এলাকা এবং গুজরাটের উত্তরাংশেও দাবদাহের সম্ভবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
 
গত বুধবার সফদরজং এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩.৫- যেটা গত ১২ বছরের মধ্যে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০১০ সালের ১৮ এপ্রিল দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আর ১৯৪১ সালের ২৯ এপ্রিল দিল্লির তাপমাত্রা ছিল ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যেটা সর্বকালীন রেকর্ড।

এদিকে পশ্চিমবঙ্গেও গত প্রায় এক সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলছে। যার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুরোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গোটা এপ্রিল মাসে একফোঁটা বৃষ্টির দেখা নেই। অবশ্য উত্তরবঙ্গের চিত্রটা কিছুটা স্বস্তিদায়ক। কারণ, ওই এলাকায় মাঝেমধ্যেই ঝড়বৃষ্টি হয়ে চলেছে। চিতিৎসকরা অবশ্য সুস্থ থাকার জন্য নানা পরামর্শ দিচ্ছেন বটে, কিন্তু সেসব মেনেও পুরোপুরি নিরাপদে থাকা যাচ্ছে না। 

প্রচণ্ড গরমে বাচ্চা থেকে বয়স্ক-অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ইতোমধ্যেই সানস্ট্রোকে আক্রান্ত হয়ে রাজ্যটির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং এলাকায় একজন বয়স্ক নারীর মৃত্যু হয়েছে। 

তবে এরই মধ্যে আশার খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তারা বলছে, খুব শিগগিরি দাবদাহ থেকে মুক্তি পেতে চলেছে পশ্চিমবঙ্গ। শনিবার থেকে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে, কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বিহার, ঝাড়খণ্ডের ছোটনাগপুর এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। যার প্রভাবে রবিবার থেকে রাজ্যে কালবৈশাখী হতে পারে, আর তা চলবে মঙ্গলবার পর্যন্ত। ফলে তাপমাত্রা অনেকটাই নামার সম্ভাবনা রয়েছে।