ভারতীয় হাইকমিশনের ইফতারে বিএনপি

ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ যোগ দেন দলটির শীর্ষ পর্যায়ের চারজন নেতা। সোমবার রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাজনৈতিক দলের নেতা ও দেশের বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত ভারতীয় হাইকমিশনের এই ইফতারে তারা অংশগ্রহণ করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ভারতীয় হাইকমিশনের ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। অনুষ্ঠানে হাইকমিশনার তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিণ শারমিন চৌধুরী এতে অংশ নেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে সিনিয়র নেতাদের মধ্যে দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ, ম, রেজাউল করিম, জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম, ব্যারিস্টার তানিয়া আমির, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হোসেন, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি, আওয়ামী লীগ এমপি নজিবুল বশর মাইজভান্ডারীসহ বিভিন্ন দলের নেতা এবং সরকারের বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যগণ অংশ নেন।
বিশিষ্ট সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দৈনিক অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, আমাদের নতুন সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, একাত্তর টিভি’র চেয়ারম্যান ও সিইও মোজাম্মেল বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন দেশের হাই কমিশনার, শিক্ষক, আইনজীবী ও সরকারি কর্মকর্তাসহ বর্তমান ও সাবেক কূটনীতিকবৃন্দ উপস্থিত ছিলেন।