ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গেছেন।
মঙ্গলবার রাতে দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল ইনস্টিটিউটে তার জীবনাবসান হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
সূত্রের খবর, মঙ্গলবার রাত ১০টা নাগাদ হঠাত্ অসুস্থ বোধ করেন সুষমা। তখন দ্রুতই তাকে নিয়ে মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। তার চিকিত্সার জন্য মেডিক্যাল টিমও গঠন করা হয়। কিন্তু, চিকিত্সকদের সব চেষ্টা ব্যর্থ করে, কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া