ভালোবাসা দিবসে হাবিবের উপহার

হাবিবের প্রযোজনা প্রতিষ্ঠান এইচ ডব্লিউ প্রডাকশনস-এর ব্যানার থেকে আসছে নতুন গান ভিডিও। এই ভিডিওর মাধ্যমে তিনি উপহার দিচ্ছেন নতুন মডেল মাসিয়াত ম্যাশকে। ১৩ ফেব্রুয়ারি ম্যাশকে নিয়ে হাবিব হাজির হবেন নতুন ভিডিও ‘হারালে কোথায়’তে। গানটি লিখেছেন গুঞ্জন রহমান, সুর-সংগীত-কণ্ঠ আর প্রযোজনা হাবিব নিজেই করেছেন। সম্প্রতি এর গল্পনির্ভর একটি ভিডিও নির্মিত হয়েছে এইচ ডব্লিউ-এর ব্যানারে। এতে মডেল হয়েছেন হাবিব ও ম্যাশ।
হাবিব বলেন, ‘আমি সব সময় সিরিয়াস থাকি গানের গল্প নিয়ে। গল্পের চরিত্র যার সঙ্গে যাবে, অথবা যে আমার গল্পটাকে ধারণ করতে পারবে- তাকে নিয়েই কাজটা করতে আগ্রহী। সেই সূত্রে এবার পেলাম ম্যাশকে। ও অসাধারণ করেছে। এটা আসলে ভিডিওটা প্রকাশের আগে বোঝানো মুশকিল। বাট ম্যাশের জন্য শুভকামনা। কারণ, এটাই ওর জীবনের প্রথম প্রফেশনাল কাজ।’
হাবিব আরও বলেন, ‘গানটি রোমান্টিক স্যাড ঘরানার। ভিডিওটির গল্পে বেশ কিছু বৈচিত্র্য আছে। শেষ পর্যন্ত না দেখলে পুরো কাজটির গভীরতা মাপা যাবে না। তাই আগেই সব প্রকাশ করে মজা নষ্ট করতে চাই না।’
ইতিমধ্যে হাবিবের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশ হয়েছে গানটির ফার্স্টলুক। যেখানে দেখা যায়, রোমান্টিক মুহূর্তে ম্যাশকে বুকে জড়িয়ে আছেন হাবিব।