বরিশাল সদর উপজেলায় ভূমি ব্যবস্থাপনায় ইনফরমেশন টেকনোলোজি তথ্য প্রযুক্তি প্রয়োগ শীর্ষক কর্মসূচি শুরু হয়েছে। চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বরিশালের প্রশাসক এস এম অজিয়র রহমান।
গতকাল বুধবার বরিশাল সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সভাকক্ষে ওই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো. আক্তার জামিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ূন কবির। কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উর্মি ভৌমিক।
প্রশিক্ষণে ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ, ভূমি তথ্য সেবা ও কাঠামো, ই-মিউটেশন, ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের রেজিস্টার সংরক্ষণ ও হালনাগাদকরণ, নামজারি রিভিউ ও মিস মোকদ্দমা, ভূমি উন্নয়ন কর আদায় ও প্রতিবেদন প্রেরণ, রেন্ট সার্টিফিকেট মামলা, খাসজমি ও সায়রাত মহল ব্যাবস্থাপনা, উত্তরাধিকার সম্পর্কিত সংশ্লিষ্ট বিধি-বিধান প্রভৃতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করা হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নের সুবিধাকে কাজে লাগাতে হবে। ভূমি মন্ত্রণালয় এবং ভূমি সংস্কার বোর্ড ভূমির ডিজিটালাইজেশনে কাজ করে যাচ্ছে। এর সুফল জনগণের কাছে পৌঁছাতে হবে। তিনি সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ভূমি ব্যবস্থাপনায় ও সেবায় ইনফরমেশন টেকনোলোজি প্রয়োগের মাধ্যমে জনগণকে কম সময়ে এবং কম খরচে সেবা প্রদান নিশ্চিত করার আহবান জানান।
উল্লেখ্য, বরিশাল সদর উপজেলার অধীন ১২টি ইউনিয়নের মোট ২০ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সার্টিফিকেট সহকারী, অফিস সহকারী ও নামজারী সহকারীবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।