মঠবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

মঠবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে রুবেল হোসেন (২১) নামের এক মাদক কারবারী গ্রেফতার হয়েছে। এসময় ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। 

আজ রবিবার (২২ জানুয়ারি)  বিষয়টি নিশ্চিত করেছে পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) ওসি মোঃ আসলাম উদ্দিন। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রাম থেকে রুবেলকে  আটক করে। পরে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। আটককৃত রুবেল হোসেন মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের ইউসুফ মৃধার ছেলে। 

পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) ওসি মোঃ আসলাম উদ্দিন জানান, মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি এসআই আল মামুন হোসেন সংগীয় ফোর্স নিয়ে শুক্রবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে রুবেল হোসেনকে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করেন। পরে রুবেলের স্বীকারোক্তি মতে তার বসতঘরে রক্ষিত আরও ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। আটককৃত রুবেলকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে সরকারের বিভিন্ন বাহিনীর পাশাপাশি পিরোজপুর ডিবি পুলিশের দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) তৎপর রয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় ডিবি দক্ষিণের এসআই আল মামুন হোসেন বাদী হয়ে রুবেল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাদক ব্যবসায়ী রুবেলকে শনিবার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ বিচারকি হাকিম মোঃ কামরুল আজাদ মাদক ব্যবসায়ী রুবেলকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।