মধ্যরাতে শেষ কলাপাড়ায় ৫ ইউনিয়নের নির্বাচনী প্রচারণা

মধ্য রাত থেকে শেষ হচ্ছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে শেষ সময়েও প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে বিদ্যমান নানা সমস্যার সমাধানে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা।
এদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে অধিকাংশ প্রার্থী শঙ্কায় থাকলেও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে নির্বাচনী মাঠে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৬ মার্চ কলাপাড়া উপজেলার ধানখালী, চম্পাপুর, বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডাব্লুগঞ্জ ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪৫টি ওয়ার্ডের ৪৫টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলবে এসব ইউনিয়ন পরিষদের ভোট।
নির্বাচনে ৫৭ হাজার ৩৩০ জন ভোটারের বিপরীতে ২০ জন চেয়ারম্যান পদে, ১৪১ জন সাধারণ সদস্য পদে ও ৫০ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।