ভারতের বড় শহরগুলোতে ট্রাফিক জ্যামকে বড় সমস্যা আকারে দেখা হয়। বিশেষ করে মুম্বাইয়ের মতো শহরে বর্ষাকালে জ্যাম বাড়িয়ে দেয় জমে থাকা পানি।
সম্প্রতি এমনই এক সমস্যায় পড়েছেন আনুশকা শর্মা। ট্রাফিক জ্যামে থেমে থাকা গাড়িতে ভেউ ভেউ করে কেঁদে ফেললেন তিনি৷
এমনই এক ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ্যে আসতে নিমেষে ভাইরাল হয়ে যায় ৷ ভিডিওতে দেখা গেছে আনুশকা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে কাঁদছেন। সেখানে লেখা ‘আই এম নট ক্রাইং ইন ট্র্যাফিক। ইউ আর…’ তবে এই কান্নার পেছনে কি অন্য কোনো যন্ত্রণা লুকিয়ে আছে? এমন প্রশ্নও উঠেছে। অবশ্য এর কোনো জবাব দেননি ‘রব নে বানা দে জোড়ি’-খ্যাত নায়িকা।
২০১৮ সালের ডিসেম্বর শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ ছবিতে শেষবার বড়পর্দায় দেখা যায় আনুশকাকে। এর পর প্রায় আট মাস গড়িয়ে গেলেও নতুন কোনো ছবির ঘোষণা দেননি। এমনকি নায়িকার প্রযোজনা সংস্থাও খুব একটা সরব নয়।
তবে কেউ কেউ বলছেন- ভাইরাল ভিডিওটি আনুশকার পরের ছবির লুক টেস্ট