মুক্তিযোদ্ধা ও জ্যোতিষ কাওসার আহমেদ চৌধুরী আর নেই

খ্যাতিমান গীতিকবি ও জ্যোতিষ কাওসার আহমেদ চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাওসার আহমেদ চৌধুরীর ছেলে আহমেদ সাফি চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শারীরিক নানা জটিলতা নিয়ে তিনি বেশ কিছু দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কাওসার আহমেদ চৌধুরী লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- আমায় ডেকো না, কবিতা পড়ার প্রহর এসেছে, আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, যেখানে সীমান্ত তোমার। মূলত আধুনিক গান লিখলেও ব্যান্ড সংগীতেও আছে কাওসার আহমেদ চৌধুরীর কালজয়ী কিছু গান। এর মধ্যে উল্লেখযোগ্য ফিডব্যাক ব্যান্ডের মৌসুমি ১, ২ ও এলআরবির রুপালি গিটার ফেলে।
জ্যোতিষী হিসেবেও তিনি অনেকের কাছে বেশ আস্থাভাজন। গণমাধ্যমে প্রকাশিত তার রাশিফল বেশ পাঠকপ্রিয়।
কাওসার আহমেদ চৌধুরী একজন মুক্তিযোদ্ধা, কবি, চিত্রশিল্পী, চিত্রনাট্যকারও। এ ছাড়া বিজ্ঞাপন নির্মাণেরও কাজ করেছেন তিনি।