মেঘনায় কয়লা বোঝাই কার্গো ডাকাতি

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মালবাহি কার্গোতে ডাকাতি হয়েছে। গত শনিবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।
হিজলা থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, উপজেলার বাউশিয়া সংলগ্ন মেঘনায় এমভি স্বর্ণগ্রাম-৪ নামে কয়লা বোঝাই একটি কার্গো নোঙ্গর করা ছিল। শনিবার দিবাগত গভীর রাতে ৫/৭ জনের একদল দুর্বৃত্ত কার্গোতে হানা দিয়ে কর্মচারীদের হাত ও চোখ বেঁধে ফেলে। দুর্বৃত্তরা কর্মচারীদের মুঠোফোন ও নগদ টাকা লুট করে।
কয়লা বোঝাই কার্গোটি মোংলা বন্দর থেকে কুমিল্লার দাউদকান্দির উদ্দেশ্যে যাচ্ছিল। রাতে যাত্রাবিরতি করতে হিজলার বাউশিয়া সংলগ্ন মেঘনায় কার্গোটি নোঙ্গর করে রাখা হয়।
এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন হিজলা থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন।