মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা

মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা

মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ মার্চ) উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মীদের নিয়ে দিনভর চলে বর্ধিত সভা।

সভায় ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মেহেন্দিগঞ্জ ছাত্রলীগ সংসদ সদস্য পংকজ নাথ এর নেতৃত্বে ঐক্যবদ্ধ। যারা সংসদ সদস্য পংকজ নাথ-কে নিয়ে ষড়যন্ত্র করে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। আগামী ২৫ মার্চ ছাত্রলীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা মাঠে ছাত্রসমাবেশকে সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, রায়হান মাহমুদ, শোয়াইব আহমেদ, এবিএস নয়ন, নাছির উদ্দীন রবিউল, শোয়েব আহমেদ পাবেল সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।