মোদির সঙ্গে ১৪ দলের বৈঠক

সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় জোটের একটি প্রতিনিধি দল।
শুক্রবার বেলা ১২টায় হোটেল সোনারগাঁওয়ে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর নেতৃত্বে প্রতিনিধি দল ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সীমান্তে হত্যা বন্ধ, তিস্তা চুক্তিসহ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন আরও জোরদার করার আহ্বান জানিয়েছে।
বৈঠক শেষে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আমরা নরেন্দ্র মোদিকে স্বাগত জানিয়েছি। কয়েকটি প্রস্তাবনাও পেশ করেছি। বলেছি, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। এ সম্পর্ককে আরও জোরদার করতে সীমান্ত হত্যা বন্ধের পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া তিস্তা চুক্তি করার পদক্ষেপ গ্রহণ করুন। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নিশ্চয়ই আলাপ হবে।
নরেন্দ্র মোদির বক্তব্য সম্পর্কে মেনন বলেন, তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের কথা শুনেছেন। তিনি বলেছেন দুই দেশের সম্পর্ক অনেক মধুর। সেই সম্পর্ককে আরও জোরদার করতে হবে।
প্রতিনিধি দলে আরও ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি, যুগ্ম মহাসচিব তৈয়বুল বশর মাইজভান্ডারি, জাসদের আরেক অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।