যুক্তরাষ্ট্রের রাস্তা থেকে জিয়ার নামফলক অপসারণ

যুক্তরাষ্ট্রের রাস্তা থেকে জিয়ার নামফলক অপসারণ

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বাল্টিমোর শহরের একটি রাস্তা থেকে জিয়াউর রহমানের নামের নামফলক অপসারণ করেছে স্থানীয় মেয়র অফিস।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ নামফলক অপসারণ করা হয় ৷ সে সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, একজন সামরিক শাসকের নামে সড়কের নামকরণ করে আমেরিকা তাকে সম্মান জানাবে না।

আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই থেকে এ তথ্য জানা যায় ৷

জানা গেছে, বাংলাদেশের সামরিক শাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের নামে রাস্তার নামকরণ করায় যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ, কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকান ইকন, শেখ হাসিনা মঞ্চ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন সমূহের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর প্রতিবাদ জানিয়ে মেয়র অফিসে অসংখ্য ইমেইল, চিঠি ও ফোন করে আওয়ামী নেতা-কর্মীরা। পরে তারা একটি সাক্ষাৎকার চেয়ে আবেদন করে।

এ আবেদনের ফলে বৃহস্পতিবার দুপুর ২টায় ভার্চ্যুয়াল আলোচনার আয়োজন করে বান্টিমোর মেয়র অফিস। এ মিটিংয়ে জিয়ার কর্মকাণ্ড তুলে ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগের নেতারা।

এ সময় আলোচনায় সংযুক্ত ছিলেন- ড. প্রদীপ রঞ্জন কর, শামীম চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ আলি সিদ্দিকী, অ্যাডভোকেট শাহ মো. বখতিয়ার, এমএ করিম, জাহাঙ্গীর মঞ্জুর চৌধুরী, জালাল উদ্দিন জলিল, টি মোল্লা, রোমানা আক্তার।

এছাড়া বাংলাদেশ থেকে যুক্ত ছিলেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, মোহাম্মদ এ আরাফাত, সিটির প্রতিনিধি ক্যাটলিনা রডরিগেজ, ডেভিড লিয়াম, শহিদুল ইসলাম প্রমুখ।

আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, একজন ঠান্ডা মাথার খুনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার-পরিজন, জেলখানায় বন্দি জাতীয় চার নেতা, হাজার হাজার সেনা ও জওয়ানদের বিনা বিচারে হত্যা করেছে। অবৈধ ভাবে ক্ষমতা গ্রহণ করে জিয়া সংবিধান স্থগিত করে দেশে জংলি শাসন কায়েম করেছে।

বাল্টিমোর সিটি কর্তৃপক্ষ আওয়ামী লীগের নেতা-কর্মীদের এ সব দাবির সঙ্গে একমত হয়ে জিয়ার নামে রাস্তার নামফলক সরিয়ে ফেলার আশ্বাস দেন এবং পরে সেটি নামিয়ে ফেলেন।