রমজান উপলক্ষে টিসিবির পন্য বিক্রি বাস্তবায়নে বিসিসির সভা

রমজান উপলক্ষে টিসিবির পন্য বিক্রি বাস্তবায়নে বিসিসির সভা

পবিত্র রমজান উপলক্ষে টিসিবির পন্য বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে সুষ্ঠ ভাবে বিক্রি বাস্তবায়ন করতে  সভা অনুষ্ঠিত হয়। 

সোমবার ১৪ মার্চ সন্ধ্যা ৭ টায় বরিশাল কালিবাড়ি রোড়স্থ সেরনিয়াবাত ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে ট্রাক সেল এর মাধ্যমে ভর্তুকী মূল্যে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রি কার্যক্রম বাস্তবায়নের জন্য টিসিবির কর্মকর্তা,মহানগরীর ডিলারদের সাথে  বরিশাল সিটি কর্পোরেশনের  মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এ সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় বিসিসি মেয়র টিসিবির পণ্য যাতে নিম্ন আয়ের সাধারণ মানুষ পায় তা সুনিশ্চিত করার আহবান জানান এবং এ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের দূর্নীতি, অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না, তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে সুশৃঙ্খলভাবে আমরা যেভাবে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌছে দিয়েছি সেভাবেই  নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির কার্যক্রম পরিচালনা করতে হবে। 

সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদ, টিসিবির আঞ্চলিক প্রধান জনাব মোঃ আল- আমীন হাওলাদার ও বরিশাল মহানগর টিসিবির ডিলারবৃন্দ।