রাশিয়ার হামলা গণহত্যার শামিল

ইউক্রেনে রুশ আগ্রাসনকে ‘গণহত্যার’ শামিল বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভোটদানের ক্ষমতা বাতিলের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
রয়টার্স জানায়, রোববার এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘এটি সন্ত্রাসবাদ। তারা ইউক্রেনীয় শহরগুলোতে আরো বেশি বোমা ফেলতে চলেছে। তারা আমাদের শিশুদের নির্দয়ভাবে হত্যা করতে চাইছে। আমাদের দেশে একটি অশুভ শক্তির তাণ্ডব চলছে, যাকে অনতিবিলম্বে বিনাশ করা প্রয়োজন’।
জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অপরাধমূলক কর্মকাণ্ড গণহত্যার শামিল’।
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দেশটির চারটি শহর দখলে নিয়েছে রাশিয়া। অভিযান শুরুর তৃতীয় দিন গতকাল শনিবার ইউক্রেনের দক্ষিণের জাপোরিঝঝায় অঞ্চলের মেলিটপোল শহর দখল করে নেন রুশ সৈন্যরা। আজ রবিবার তিনটি শহর দখল করেন রুশ সৈন্যরা। তিনটি শহর হলো নোভা কাখোভকা, খেরশন ও বারদিয়ানস্ক।
এ ছাড়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়ার পর দেশটির সেনাবাহিনীর সঙ্গে রুশ সেনাদের তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। রাজধানী কিয়েভেও লড়াই চলছে।
গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে জল, স্থল ও আকাশপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ সৈন্যরা।
পিআর/ডিআর