রাশেদ খান মেননের আত্মজীবনীর প্রথম পর্ব

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপির আত্মজীবনী ‘এক জীবন; স্বাধীনতার সূর্যোদয়’ প্রথম পর্ব প্রকাশিত হয়েছে। বইটিতে রাশেদ খান মেনন-এর জীবনী লিখতে গিয়ে লিখেছেন বাংলাদেশের উত্থান-পতনের ইতিহাস। আমাদের মুক্তিযুদ্ধসহ অনেক অজানা ইতিহাস।
‘এক জীবন; স্বাধীনতার সূর্যোদয়’ (১ম পর্ব) তাঁর আত্মজীবনীতে একই সঙ্গে ভাষা আন্দোলন, ষাটের দশকের ঝঞ্ঝাবিক্ষুব্ধ কাল আর মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ঘটনাবলী তুলে ধরা হয়েছে। উঠে এসেছে মওলানা ভাসানী, বঙ্গবন্ধুসহ গুরুত্বপূর্ণ সব চরিত্র। নিজের জীবনের কথা বলতে গিয়ে তুলে এনেছেন বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে জাতীয়তাবাদীদের ভূমিকার পাশাপাশি বামপন্থীদের ভূমিকার কথা। এক সময় যে ভূমিকা ছিল অগ্রগামী। বামপন্থীদের বিভেদ-বিচ্ছিন্নতার কথা লিখেছেন। তুলে ধরেছেন মুক্তিযুদ্ধে তাদের গৌরবময় অংশগ্রহণের কাহিনীও।
বইটির এক জায়গায় লেখক যথার্থই লিখেছেন, এটা কেবল আত্মজীবনী নয়, ইতিহাসের অনুদ্ঘাটিত, অলিখিত এবং বহুলাংশে অস্বীকৃত অংশ। বইটি প্রকাশ করছে ‘বাতিঘর’ প্রকাশনী। ইয়ের প্রচ্ছদ এঁকেছেন শিল্পী মাসুক হেলাল।