শতভাগ মাস্ক পড়া ক্যাম্পাইন’র কার্যক্রম শুরু গাজীপুর গাছা থানা যুবলীগের

শতভাগ মাস্ক পড়া ক্যাম্পাইন’র কার্যক্রম শুরু গাজীপুর গাছা থানা যুবলীগের

“আসুন সবাই মাস্ক পড়ি, করোনাভাইরাস প্রতিরোধ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শতভাগ মাস্ক পড়া ক্যাম্পাইন এর কার্যক্রম গতকাল সকালে শুভ উদ্বোধন করা হয়।  

জানা যায়, বাংলার যুব বন্ধু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি’র আহবানে ও গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের সংগ্রামী আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল এর নির্দেশে গাছা থানা আওয়ামী যুবলীগ সভাপতি প্রার্থী মো. আমিন উদ্দিন সরকার তার নিজ অর্থায়নে আওয়ামী যুবলীগ  নেতা কর্মিদের সঙ্গে নিয়ে এ কার্যক্রম শুরু করেছেন এবং শত ভাগ মাস্ক পড়া শেষ না হওয়া পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

উল্লেখ্য যে, ইতিপূর্বেও মো. আমিন উদ্দিন সরকার এলাকায় বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। যার ফলশ্রুতিতে মো. আমিন উদ্দিন সরকার এলাকার সাধারণ মানুষের জন-বন্ধুতে পরিচিত হয়ে উঠেছেন।