শৈলকুপায় একসাথে ১০৬ কালীপূজা অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপায় একসাথে ১০৬টি কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। শৈলকুপা শহরের মঠবাড়ি কালী মন্দিরে সোমবার রাত ৮টায় উলুধনী ও ঢাকের বাজনার মধ্য দিয়ে পূজা শুরু হয়েছে, শেষ হয় গভীর রাতে। ২৪ জন পুরোহিত বৃহৎ পরিসরের এ পূজা পরিচালনা করেন।
আয়োজকরা জানান, দেড়’শ বছর পূর্বে মঠবাড়ি মন্দিরে পূজা পার্বণ হতো। কালের পরিক্রমায় বন্ধ হয়ে যায় পূজা। জঙ্গলে ঢেকে গিয়ে ধ্বংস হয়ে যায় মন্দিরটি। দেশ স্বাধীনের পর সনাতন সম্প্রদায়ের মানুষ আবারো সেখানে পূজা শুরু করে। দিন দিন বাড়তে থাকে পূজার পরিধী।
গত বছর ১০৫টি কালীপূজা অনুষ্ঠিত হয়। এবছর তা বাড়িয়ে ১০৬টি করা হয়েছে। পূজা করতে দূর-দূরান্ত থেকে আসেন ভক্তরা। রাতে পূজা শেষে ভক্তদের মাঝে বিতরণ করা হয় ২০ মন দুধের পায়েস ও ২০ মন চালের খিচুরি।