সবসময়ই পতনের শঙ্কায় সরকার

সবসময়ই পতনের শঙ্কায় সরকার

বর্তমান ক্ষমতাসীন সরকার সবসময় পতনের আশঙ্কায় থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম আব্বাস, কে এম জোবায়ের এজাজ; পল্টন থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিল ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ওমর ফারুককে পল্টন থানা পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ দলটির। গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল।

বর্তমান জনবিচ্ছিন্ন সরকার এখন সারাবিশ্ব থেকেই ধিক্কার পাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতাসীনদের দুর্নীতি, লুটপাট ও অপশাসনে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। দেশের জনগণকে পিষ্ট করে ক্ষমতায় থাকতে গিয়ে এরা কর্তৃত্ববাদের চরম সীমায় উপনীত হয়েছে। কিন্তু জনগণ দ্বারা ধিকৃত বলে সবসময় পতনের আশঙ্কায় থাকে। আর সেজন্য হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে আপসহীন দল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের হিড়িক চালাচ্ছে।

দেশব্যাপী বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নজীরবিহীন দমন পীড়ন চালানো হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাদেরকে গ্রেপ্তার বর্তমান শাসকগোষ্ঠীর দমন নীতিরই একটি নির্লজ্জ বহিপ্রকাশ। হত্যা-গুম-অপহরণ-মিথ্যা মামলা দায়ের-গ্রেপ্তার এবং দমন পীড়ন চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে বর্তমান শাসকগোষ্ঠী বেপরোয়া হিংস্র আচরণ শুরু করেছে। কিন্তু সরকারের এধরনের অপকর্ম ও নির্যাতন চালিয়ে রাষ্ট্রক্ষমতা পাকাপোক্ত করার অপচেষ্টা রুখে দেবে জনগণের সম্মিলিত শক্তি।

বিএনপি মহাসচিব গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।