সর্বোচ্চ রানের ইতিহাস গড়েছে ইংল্যান্ড

সর্বোচ্চ রানের ইতিহাস গড়েছে ইংল্যান্ড

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইতিহাস গড়েছে ইংল্যান্ড। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে করেছে ৪৯৮ রান। তাতে সর্বোচ্চ রানের নতুন চূড়ায় বসলো তারা। 

এতদিন ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানটি ছিল ৪৮১। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে ইংলিশরা। তিন সেঞ্চুরি আর একটি হাফ সেঞ্চুরি হয়েছে ম্যাচটায়। ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেছেন ফিল সল্ট ১২২, দাওয়িদ মালান ১২৫ ও জস বাটলার ১৬২*। লিয়াম লিভিংস্টন খেলেছেন অপরাজিত ৬৬ রানের ইনিংস।

ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ তিনটি রানের রেকর্ডই ইংল্যান্ডের। ২০১৬ সালে নটিংহামে পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রান করে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছিল ইংল্যান্ড। দুই বছর পর একই ভেন্যুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রান করে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে ফেলে। শুক্রবার আমসটেলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৯৮ রান করে নিজেদের গড়া ইতিহাসটা নতুন করে লিখলো।